বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

আমাদের গ্রাম

মো: আরাফাত হোসেন

আমাদের গ্রাম সবুজ শ্যামল
ফুল-ফসলে ভরা,
সবাই মিলে আপন করে
মায়া দিয়ে গড়া।

গাছগাছালি পাখপাখালির
সমাহারে আজ,
মোদের গ্রাম ওই ঝলমলিয়ে
সেজেছে নব সাজ।

মাঠের কোলে সোনার মানুষ
ফসল চাষে রত,
নতুন ফসল ঘরে উঠলে
ভুলে কষ্ট যত।

মোদের গাঁয়ের সকল মানুষ
মিলেমিশে থাকে,
আত্মীয়তার বন্ধন সবে
অটুট করে রাখে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন