রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বাতাসের সাথে

 মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

মনের ভিতর খেলা করে
হিংস্র জানোয়ার
মানুষ হয়ে ওঠে জটিল হায়েনা
ঈর্ষাকাতর আবার পরশ্রীকাতর
মুক্ত মনের বড় অভাব
এই অসময় আর দুঃসময়ে
বাতাসের সাথে আমি
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে থাকতে চাই
হে দুর্বার বাতাস
তুমি সব অন্যায়- হিংসা
চুরমার করে দাও
আমি তোমার সাথেই
ঘর করতে চাই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন