চাঁদের রেখার মতো টানা টানা সেই দাগ;
মুছে দেয় হৃদয়ের গায়ে লেগে থাকা শতবর্ষী রাগ।
তোমার হাতের রেখা হায় মনে দেয় দোলা,
হৃদয়ের কোঠরে জাগায় প্রেমের মেলা।
সভ্যতার ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে তাই,
ঘোষণা করিতে চাই;
হাতটি রাখিও যতনে নিরালায়!
আমার ক্লান্ত হৃদয় ছুটে চলেছে শত শঙ্কায়!
ডোম্বী নারীর হৃদয়ে জাগে প্রেমের আখ্যান;
কৃষ্ণ চলেছে বৃন্দাবন, রাধার হৃদয়ে মান;
জুলেখা হায়, চোখের মায়ায় বদ্ধ করে প্রাণ।
তবু প্রবল আশায়,
নিরন্তর ভালোবাসায়,
চেয়ে থাকি একখানা হাতের ভরসায়।
নদীর পানিতে সলজ্জ সে হাত,
হৃদয়ে তোলে প্রবল ঢেউয়ের আঘাত,
চূর্ণ-বিচূর্ণ করে কোমল বেড়িবাঁধ।
কল্পনা নয়,
বাস্তবে মোড়ানো একখানা হাত।
যুগের রেখা মুছে যায়, কল্পিত প্রেমেরা মরে যায়,
নতুন জনম তোমার হয়েছে তব
মৃত্যু যেন নাহি হয়।
দেখা যদি নাহি দাও, ফিরে কভু নাহি চাও,
দিও তব মোরে, ধূসর নিরালায়;
একখানা হৃদয় শীতলকারী কোমল সেই হাত।
আমি রাখিব যতনে, অতি সঙ্গোপনে,
রক্ষা করিব শত ক্লান্ত প্রেমের আঘাত।
খুলনা গেজেট/এনএম