শ্রাবণধারায় বৃষ্টি পড়ে
হাটে-ঘাটে-বাটে,
খোকার মনে ইচ্ছে জাগে
ভিজতে যাবে মাঠে।
খোকার মায়ে মাঠে যেতে
দেয় না কভু হায়,
খোকার মনে রাগ জমেছে
ভাত খাচ্ছে না তাই।
বৃষ্টি মাঝে খোকার মায়ে
পিঠা তৈরি করে,
নানান পিঠার নানান ঢঙে
খুশিতে মন ভরে।
পিঠার গন্ধে খোকার রাগ আজ
হয়ে গেছে পানি,
বৃষ্টিতে তার ভেজার ইচ্ছা
শেষ হয়েছে জানি।
জানলার পাশে বসে খোকা
বৃষ্টি পড়া দেখে,
পিঠার স্বাদে মনের কোণে
নানান ছবি আঁকে।
খুলনা গেজেট/এনএম