টুপটাপ টুপটাপ সারাদিন বৃষ্টি,
পথঘাট কাদামাটি একি অনাসৃষ্টি!
রিমঝিম রিমঝিম বৃষ্টির তালেতে,
ভেজা কাক ঢলে পড়ে বসে মগ ডালেতে।
শন শন শন শন হাওয়া দেয় কাঁপুনি,
কাঁথা মুড়ি দিয়ে আজ রাঁধিধেছে রাধুনী।
ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান খোকাবাবু কাঁদছে,
ভিজে ভিজে ওই মোড়ে স্কুলে যাচ্ছে।
খক খক খক খক দাদুভাই কাশছে,
গুড়গুড়ি মুখে তুলে মজা করে খাচ্ছে।
ঠন ঠন ঠন ঠন বাজিল যে ঘন্টা,
দিদি যাবে কলেজেতে মন উৎকণ্ঠা।
ঝিক ঝিক ঝিক ঝিক রেলগাড়ি ছুটল,
বাবা যাবে অফিসেতে তাতে চেপে উঠল।
ভ্যা ভ্যা ভ্যা ভ্যা ছাগলটা ডাকে ওই,
উঠানের কোণে বাধা ঘাস পাতা পাবে কই?
প্যাক প্যাক প্যাক প্যাক ডাকে হাঁস পুকুরে।
খুঁজিছে শামুক, মাছ খোঁজে মাথা টুকরে।
গ্যা গো গ্যা গো ডোবাতে ডাকিল ব্যাঙ,
হাঁদারাম উঠানে পড়ে ভাঙ্গিলো নিজের ঠ্যাং।
সারাদিন ধরে আজ অবিরাম বৃষ্টি,
পথঘাট কাদামাটি কি যে অনাসৃষ্টি!!
খুলনা গেজেট/এনএম