Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

মায়ের হাসি

মো: আরাফাত হোসেন

জগৎ মাঝে সবার সেরা
আমার মায়ের হাসি,
মন ভুলানো হাসির মায়া
অনেক ভালোবাসি।

মনটা যখন কেঁদে ওঠে
নানান সুখে-দুখে,
মায়ের মুখের হাসির রেখা
জেগে ওঠে বুকে।

দিন কাটে না কষ্ট যত
অশ্রু হয়ে ঝরে,
আঁধার রাতে মায়ের হাসি
বড়ই মনে পড়ে।

মায়ের হাসি দুঃখ ভোলায়
ঠান্ডা করে হৃদয়,
সেই হাসিতেই ঘুম ভেঙে হয়
সূর্যি মামার উদয়।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন