Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

চাঁন্দা ভাই

মোঃ আরাফাত হোসেন

এক যে ছিল চাঁন্দা ভাইয়া
মোদের পাড়ার ভিতর,
মোড়ে মোড়ে ঘরে ঘরে
চাঁন্দা তোলে সত্বর।

সকাল-বিকাল চাঁন্দা তোলে
তোলে সন্ধ্যা-রাতে,
বাদ যাবে না কোনো শিশু
চাঁন্দা ভাইয়ের হাতে।

চাঁন্দা ভাই ওই বলে সদা
চাঁন্দা কভু নয়,
মানুষ মোরে কিছু টাকা
ভালোবেসে দেয়।

হাত পাতলে যে মন্দ লাগে
করিনা তাই ভিক্ষা,
অবশেষে চাঁন্দা তুলে
করেছি মান রক্ষা।

চাঁন্দা ভাইয়ের অমর কীর্তি
ভুলবে না এ জাতি,
ইতিহাসে লেখা থাকবে
চাঁন্দা ভাইয়ের স্মৃতি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন