Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

★ দাদুর ছাতা

মো: আরাফাত হোসেন

বর্ষাকালে দাদু মিয়া
ছাতা মাথায় যায়,
বৃষ্টির ভারে বুড়ো ছাতা
ভেঙে যাওয়ার ভয়।

ছাতার আছে লম্বা ডাটি
মস্ত বড় ছাদ,
ছাতা ছাড়া বাইরে যাওয়ার
চিন্তা করো বাদ।

বড় বড় ফোঁটা ফোঁটা
বৃষ্টি পড়ে ভাই,
বুড়ো ছাতা উল্টে গেলে
দাদু ভিজে যায়।

বৃষ্টি মাঝে হঠাৎ দাদু
কাঁদায় পড়ে যায়,
দাদুর লুঙ্গি ছিঁড়ে গেল
ধরার মানুষ নাই।

এই দেখে যে দাদুর নাতি
হাতে তালি দেয়,
দাদু আসে লাঠি হাতে
কোথায় পালায় হায়।

ঠিকানা:-শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন