Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

★ জান্নাতি ফুল

খালিদ সাইফুল্লাহ

জান্নাতি ফুল জান্নাতি ফুল,

ফুঠছে তারা পাগল পারা

চোখ মেলিয়ে দেখো দু-কূল,

গাজার বুকে হাসছে তারা।

 

জান্নাতি ফুল জান্নাতি ফুল,

তোমাদের জান করছো কুরবান

স্তব্ধ করে বাতিলের বুল,

মুনাফিকদের মিথ্যা জবান।

 

জান্নাতি ফুল জান্নাতি ফুল,

প্রভুর কাছে একটাই চাওয়া

পরিয়ে দাও স্বর্গীয় ফুল,

সেটাই হবে আসল পাওয়া।

 

ঠিকানা: শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন