Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

উদ্দীপ্ত আগমন

রুশাইদ আহমেদ

আজকাল ঘুমও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। কেড়ে নেয় মধ্যাহ্নভোজের পর হঠাৎ মনে আসা ১৭ শব্দের চারটা পঙক্তি। কল লিস্টে মিসড কলের হিড়িকও বাড়তে থাকে!

স্বপ্নে কার চিবুকের উজ্জ্বল আভায় ভরে ওঠে চারপাশ। আর শালিকের ঝাঁক উড়তে উড়তে বলে যায়: “তোমার স্বপ্ন তোমার প্রতিপক্ষ নয়!”

দুপুরের ভাতনিদ্রা আমার কাছে নেশার মতো লাগে। সকাল হতে অনবরত বৃষ্টির মিছিলে প্লাবিত রাস্তা না পেরোনোর অজুহাতে কাঁথা মুড়ি দিয়ে আবার নিস্তব্ধতায় নিহত হই আমি!

একটানা বৃষ্টির তান বদ্ধ ঘরে সিলিং ফ্যানের মৃদু শব্দের মতো শোনায়।

জানালার পর্দা মাঝে মাঝে ভৈরবের মতো ফুলে-ফেঁপে ওঠে হাওয়ায়— যেন বুক দুলিয়ে কার উদ্দীপ্ত আগমনের প্রতীক্ষায় আমি প্রহর গুনছি!

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন