Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বর্ষাকালের মাছ

মো: আরাফাত হোসেন

বর্ষাকালে খালে-বিলে
হরেক মাছের মেলা,
মলা, ঢেলা, রুই, কাতলা
শোল, বোয়ালের খেলা।

কৈ-মাগুরে পাল্লা করে
ভরে ওঠে ডালা,
জেলে ভাইয়ে জাল পেতেছে
গজার ধরার পালা।

সকালবেলা টাকি মাছের
ঝোল লাগে যে বেশ,
বর্ষাকালের মাছের পর্ব
হয় না কভু শেষ।

পাড়ার যত ছেলে-ছোকরা
জাল নিয়ে যায় মাঠে,
সকাল-বিকাল মাছের নেশায়
বসে থাকে ঘাটে।

নানান রকম মাছের ঝোলে
মন ভরে যায় হায়,
বর্ষাকালের মাছের স্বাদে
মুগ্ধ সবে ভাই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন