Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ছায়া

মো: আরাফাত হোসেন

রাতের নির্জনতায় ডুবেছে সংসার,

নিঝুম প্রকৃতি আজ ডাকে যে আবার।
ঝিঁঝিঁপোকা গান করে ঐ নিস্তব্ধতার,
শুনশান নীরবতায় ঘোর অন্ধকার।
কাজল কালো চোখে যে তাঁর অমাবস্যা,
বহুকাল পরে আজ অসীম নিরাশা।
আমার আকাশ জুড়ে মাদকতার নেশা,
পাবো তাঁরে অন্ধকারে সীমাহীন আশা।

সস্তা ফানুসের ভীড়ে হারিয়েছো তুমি,
ল্যামপোস্টের আলো আজ লাগে কমদামি,
স্বপ্নগুলো বদ্ধপ্রায় মৃত্যুর আসামি।
ঘূর্ণিপাকে ঘুরতে থাকি অসীম অপার,
কালো কেশে আলো জ্বেলে ডাকো না যে আর,
ছায়াহীনতায় বন্দী হয়ে করি চিৎকার।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন