Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

লাল জুলাই

মো: আরাফাত হোসেন

আবার দেখো রক্ত ঝরে
তাজা তাজা রক্ত,
স্বৈরাচারের কবল থেকে
দেশকে করতে মুক্ত।

আমার দেশের সকল মানুষ
কামার, কুমার, চাষি,
দেশের প্রশ্নে রাজি থাকে
পরতে গলায় ফাঁসি।

সকাল-সন্ধ্যা লড়াই করে
হয় না কভু ক্লান্ত,
মানুষ মারা ফ্যাসিবাদের
দেখবে তাঁরা অন্ত।

আবু সাঈদ বুক চিতিয়ে
দেয়াল হয়ে দাঁড়ায়,
মুগ্ধ ভাইয়ের পানির বোতল
জাতির টনক নড়ায়।

কত শত ছাত্র ভাই আজ
রাজপথে প্রাণ হারায়।
তাঁদের রক্তে লাল জুলাই আজ
মোদের শক্তি বাড়ায়।

 

কবি : শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন