Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কদম ফুল

মো: আরাফাত হোসেন

বাড়ির পাশে পুকুর ধারে
কদম ফুলের গাছে,
ডালে ডালে থোকায় থোকায়
কদম ফুল ওই হাসে।

বৃষ্টি মাঝে ফুলগুলোকে
দেখতে লাগে বেশ,
ফুলের রূপে মুগ্ধ সবে
ফুরায় না যে রেশ।

সাদা সাদা ফুলের বাহার
মন কেড়ে নেয় ভাই,
ফুলের গন্ধে মন মানে না
প্রাণ জুড়ে যায় হায়।

বর্ষাকালে কদম গাছে
ফুলের সমাহার,
অন্য দিনে অন্য সময়
পাবে না যে আর।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন