Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বৃষ্টির দিনে

মো: আরাফাত হোসেন

বর্ষাকালে বৃষ্টি ঝরে
আকাশ হয় যে কালো,
মেঘে মেঘে ঘষা লেগে
চমকে ওঠে আলো।

বিকট শব্দে বজ্র পড়ে
কানে লাগে তালা,
শব্দের তরে ঘুম ভেঙে যায়
এ যে ভীষণ জ্বালা!

মুষলধারে বৃষ্টি পড়ে
কখনো বা ধীরে,
এমন দিনে ভিজতে যে চাই
মন থাকে না নীড়ে।

বর্ষাকালে কদম গাছে
ফুলের মেলা বসে,
থোকা থোকা কদম ফুলে
প্রকৃতি আজ হাসে।

গাঁয়ের যত ছেলে-পেলে
ফুটবল খেলতে যায়,
বৃষ্টির দিনের এমন মজা
পাবে না আর ভাই।

-শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন