Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শীত আসে

আরিফুল ইসলাম

পাখপাখালি ডাকছে গাছে

ফুল ফুটেছে বনে,
দোয়েল পাখি দিয়ে যায়
বাড়ির উঠোন কোণে।

উত্তুরে ঐ হাওয়ায় ভেসে
শীত আসে ঐ ধেয়ে,
খেজুর গাছে রসের হাঁড়ি
ঝুলছে দেখো চেয়ে।

ছেলেমেয়ে সবাই খুশি
পিঠেপুলি খাবে,
মায়ের কাছে বায়না ধরে
মামাবাড়ি যাবে।

হীম হীম শীত মৌসুম
পিঠে খাওয়ার ধুম,
কনকনে শীত গরিবদুঃখীর
নেয় যে কেড়ে ঘুম।

কুয়াশার ঐ চাদর গায়ে
শিশির পড়ে ঘাসে,
সোনা রোদ আলো ছড়ায়
প্রকৃতি ঐ হাসে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন