Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ব্যাঙের ডাক

মো: আরাফাত হোসেন

বর্ষাকালে ব্যাঙ ডাকে ওই
পুকুর পাড়ে বসে,
ঘ্যাঙর ঘ্যাঙর আওয়াজ করে
সমানে যায় হেঁকে।

দাদু বলেছে ব্যাঙ ডাকলে
বৃষ্টি হয় যে বেশি,
ব্যাঙের দল তাই খুশি মনে
করে নাচানাচি।

বর্ষাকালে ব্যাঙের ডাকে
খুশি হয় যে চাষি,
জমি চাষে নতুন ফসল
চাষির মুখে হাসি।

গাছে গাছে থোকা থোকা
কদম ফুলের ঝাঁকে,
প্রকৃতি আজ নৃত্য করে
প্রেমের ছবি আঁকে।

কবি : শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন