Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্বরূপা

মো: আরাফাত হোসেন

বৈশাখের কালো মেঘে ছেঁয়ে গেছে আকাশ,

অন্ধকার হয়েছে চারিপাশ,
ঝড়ের পূর্বাভাস।

একটি মানবী,
চোখে তাঁর নীল মত্ততা,
টোল খাওয়া হাসিতে মিশে আছে শতবর্ষী নেশা,
এলো কেশরাশি উড়ছে পাশে।
ধরণী মাঝে আর কি কোনো সৌন্দর্য বাকি আছে?
হয়তো নেই।

এটি স্বপ্ন নয়, আমার নয়নজোড়া আজ স্তব্ধ।
ধরণীর সৌন্দর্য সে ভুলেছে, একটি বিন্দুতে হয়েছে আবদ্ধ।
মেঘের গর্জন, মৃদুমন্দ হাওয়া বইছে প্রকৃতিতে।
এরই মাঝে তাঁর আগমন,
মানবী সে তো নয় যেন পরী নেমেছে জগতে।

ইচ্ছে হলো কাছে যেতে, মনোহারিণীর পরিচয় নিতে,
যাওয়া আর হলো কই!
প্রকৃতি এই রূপ আগে কখনো দেখেনি,
সৌন্দর্যের এ লীলাক্ষেত্র তাই নষ্ট করতে চাই না।
দূর থেকে দেখে যাই, তাঁর ধীর পদচারণা।

অতঃপর সেই প্রতীক্ষিত ঝড়ের আগমন,
তারই সাথে মিশে গেছে স্বরূপার অস্তিত্ব।
ধরণী হারিয়েছে সৌন্দর্য,হয়েছে আজ মরুময় নিঃসঙ্গ!

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন