Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মায়াবতী

মো: আরাফাত হোসেন

আকাশের আলো নিভে গেছে, প্রদীপের তেল হয়েছে শেষ,

অন্ধকার বিরাজমান।

এখনও আমি ভুলিনি তোমায়, ভুলিনি তোমার স্মৃতি।

রাত নির্জন, পক্ষীকূল ফিরেছে নীড়ে, নিজ্ঝুম মাঠের কিনারে,

একটি হৃদয়।

ক্ষতবিক্ষত তার প্রত্যেকটি অঙ্গ, ঝলসে গেছে বহুকাল পূর্বে।

 

আমি জগৎসিংহ নই, আয়েশারা আমার জন্য নয়।

আমি মহেন্দ্র নই, বিনোদিনীরা আমার জন্য নয়।

আমি শুধু আমার।

একটি পীড়িত হৃদয় আর্তনাদ করে চলে সদা,

তুমি বুঝোনি, বুঝোনি তুমি চোখের করুণ চাহনি।

 

কতবার ডেকেছি তোমায়,

তুমি দেখোনি, খুলোনি তোমার মনের দুয়ার।

শীতের পরে যখন বসন্ত আসে, তেমনই এসেছিলে তুমি,

অতৃপ্ত হৃদয়ের তৃষ্ণা মেটাতে।

তবে কেন?

কেন চলে গেলে?

পীড়িত তৃষ্ণার্ত হৃদয় তোমাকে খুঁজে ফিরে সদা,

এসো না আর একটিবার,

ধূ ধূ মরুর বুকে এ হৃদয় আজ শুকিয়ে কাঠ।

শুধু এক ফোঁটা ভালোবাসা চাই, আর কিছু নয়।

 

কবি : শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন