Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রাফিদের লাল গরু

মো: আরাফাত হোসেন

রাফিদের ওই লাল গরুটা
লাফায় অনেক বেশি,
ভাতও খায় না ঘাসও খায় না
খায় যে শুধু ভুসি।
রাফিদের মা লাল গরুটার
করে অনেক যত্ন,
রাফিদের বাপ মনে করে
গরুটা তার রত্ন।
সকাল-সন্ধ্যা রাফিদ তারে
দেখে দুচোখ ভরে,
কাছে যেতে সাহস পায় না
বড় শিংয়ের ডরে।
দিনে দিনে লাল গরুটা
দেখতে হয়েছে বেশ,
আজকের মতো গরুর গল্প
এখানেই করি শেষ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন