Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আমাদের ছোটবোন

মো: আরাফাত হোসেন

আমাদের ছোট বোন নাম তার ময়না
খায় না দায় না শুধু ধরে বায়না।
রাগ হলে তার কোনো কিছু সয়না
রোজ তাই আমি তার এনে দেই খেলনা।

সকাল সকাল সে জুড়ে দেয় কান্না
এই দেখে মা তার ভুলে যায় রান্না।
কোলে নিয়ে আদর করেও হয়না
কোনো ভাবে যে তার কান্না যায়না।

বাড়ির ছোট মেয়ে জিদ তাই বেশি
রাগ-তেজ-কান্না আরেকটু হাসাহাসি।
খেলা-ধূলা আছে তব পাশাপাশি
খেলনার ঝনঝনানি রাশি রাশি।

 

কবি পরিচয় : শিক্ষার্থী, বাংলা বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়।

 

খুলনা গেজেট/এইচ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন