Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চা

মহরম হাসান মাহিম

চা এর কাপে চুমুক দিয়ে
মেজাজ খানা খাসা ,
তোমার জন্য গুণগানের !
নেই তো কোনো ভাষা ।

গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত
শীত বসন্তের দিনে,
আমায় তুমি ভরিয়ে দাও
নিজ আপন গুনে ।

এলাচ কিংবা আদা’র
সংমিশ্রণে দুধ মালাইয়ের সর
মিলিয়ে দাও আপন ভেবে
একঘেয়েমি পর ।

মন খারাপের মাঝে থাকো
মনের শান্তির দূত,
ক্লান্ত শরীর চাঙ্গা করে
ফুর্তি দাও অদ্ভুত ।

মাটির ভাঁড়ে কাগজ কাপে
চিনামাটির পটে ,
তুমি থাক গরম গরম
স্বাদ দিয়ে যাও বটে !

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন