Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নারী উন্নয়ন

মাজরুল ইসলাম, মু‌র্শিদাবাদ থেকে

নন্দিনী আলে ঘাস কাটছিল
নারীসেবী পশু
খেঁক খেঁক শব্দে এসে
মৌতাতের তাওয়ায় সেঁকে
পান্তা ভাতে ইলিশ , পোড়া মরিচে
সেঁটে নিল সকালের নাস্তা।

তার জন্য বিচার চাইব __ স্পর্ধা নেই
স্পর্ধা নেই তার পরিবারের কাছে গিয়ে
একটু সান্ত্বনা জানাবার।

আইনে জড়ানো বিস্ময় !
প্রতি মুহূর্তে পিছু নিতে চাই।

এর জন্য যে একটু চোখের জল ফেলব
তারও উপায় নেই
অরক্ষিক চোখে চোখ রেখে
ঘেউ ঘেউ করে সর্বক্ষণ।

নারীর মানোন্নয়ন পড়ে আছে ধর্ষণ বাজারে।
স্বজন কাঁদে নৈরাজ্যের ময়দানে
নন্দিনীর জীবন খাতা অক্ষয়বিহীন …

 

খুলনা গেজেট/ এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন