Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

এক চাদর মানবিক আদর

মোঃ রহমত আলী

সুন্দরের পুজোয় বিভোর সবে,
তবে চলো বন্ধু আমরা না’হয় ;
মানবতার পূজারী হয়ে
অসুন্দরের দিকেই তাকিয়ে রই,
তাঁদের ওপর মানবিক দৃষ্টি মেলে নজর দেই,
যারা এই শীতে বিঘোর কাতর।
দেখিয়ে যাই মানবিকতা কত প্রকার ;
যেমন বর্ষায় তাঁদের জন্য ছাতা হই,
তেমন তপ্ত রোদ্দুরে বৃক্ষের মতন ছায়া দেই,
হিমেল শীতের দিনে উষ্ণ কম্বলের মতো হই।
মানুষ-সহ প্রাণীদের জন্যও আসল প্রকৃত
মানবিক মাটির মানুষ হয়ে’ই হয়ে রই।

জেগে ওঠো ওহে নামের মানবতাবাদী !
দেখছি আমরা কুঁড়েঘর থেকে,
তোমরা যে শুধুই সুন্দরের পেছনে’ই ধাবিত।
এসো ফুটপাত থেকে স্টেশন রোডের বাঁকে,
উঠে দেখো প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজে,
ক’জন কারা যেন ! শুয়ে আছে এই রাতে,
হিম শীতের”ও নিশীথে কুয়াশার চাদরে ঢেকে।
তাহলে চলো বন্ধু এগিয়ে যাই আমরা,
তাঁদের সহায়তায় মানসিকতার পরিবর্তন করে,
আন্তরিক সহায়ক মানবিক মানবতার সম্বল,
এক চাদর ভালোবাসার আদর নিয়ে।
তাঁদের জন্য যদি আমরা না হই ;
তবে কি আর ? মানবিক মানবতা !
আর এ মানুষ নামের মানব জনম ?

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন