Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রিয়তমা ও প্রকৃতি

কাফিল আহমেদ, কলকাতা

ভালোবাসি বর্ষার বৃষ্টির শব্দ
ভালোবাসি প্রিয়তমার বারান্দায় দাড়ানো।
গঙ্গার ধারে বসে প্রিয়ার সঙ্গে
দুরপানে চেয়ে থাকি অপরূপ রঙ্গে।

দুর্গার আগমন শরতের কাশফুল
ভালো লাগে মোর প্রিয়ার হাওয়াই ওড়া চুল।
ভালো লাগে হেমন্তের মিষ্টি রোদের দুপুর
হৃদয় চকিত করে প্রিয়ার পায়ের নুপুর।

শীতের দিনে প্রিয়া বিনে
বুক করে দুরু দুরু।
বসন্ত বাতাসে প্রেয়সীর আশায়
মন করে উড়ু উড়ু।

গ্রীষ্মের হা হুতাশ
প্রিয়ার তরে রইল ভালোবাসা এক রাশ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন