Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রুধিরে দ্রোহের বীজ

গেজেট ডেস্ক

ভেঙ্গে চুরে তছনছ নিরাশায় হত
করেছে বিদীর্ণ বুক দিয়ে হৃদে ক্ষত
সম্মুখে চিতিয়ে ছাতি সাহসী তরুণ
গুলিতে ঝাঁঝরা বক্ষ লহুতে বাঁধন
এই বীর সেই বীর না টলে শহীদ
সেই বীর কেড়ে নেয় দুচোখের নিদ
অধিকারে দৃঢ় পদ বিলিয়ে জীবন
রুধিরে দ্রোহের বীজ করেছে বপন।

যুবা কাঁপে, নারী কাঁপে, কেঁপেছে মরণ
জনতার খুন কেঁপে ওঠে আলোড়ন
জুলুমের হাত বাঁধো, দৃঢ় মনোবল
বিষম আঁধার চিরে করো সমতল।

মুক্তির স্লোগান ওঠে দিকে দিকে রব
শহীদের খুন রাঙা পথে কলরব।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন