Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বসন্ত

লিপি খাতুন

কি এক উন্মাদনা ছড়িয়ে আছে
তোমার চারপাশ ঘিরে।
আমি হারিয়ে যাই
তোমার স্পর্শে।
আবার সম্বিত ফিরে পাই
তোমারই স্পর্শে।
তোমার জন্য ছুটে যাই
সবকিছু ফেলে।
ওড়ে মোর মন
বাতাসে বাতাসে
গাছের সবুজে সবুজে।
কভু বসন্তের উদ্যমতার মাঝে।
কভু সুপ্ত ফুলের কুঁড়ির ঠিক মাঝখানটিতে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন