“প্রতিশোধ’’

লিপি খাতুন

আজ আমি বোবা,
আজ আমি পঙ্গু,
আজ আমি অন্ধ,
একজন দক্ষ স্বপ্নচারী।
যার হাহাকার গগন বিদারী।

আজ আমি তাই করি যা আমি নই।
আজ ভুলে গেছি সব কথা
ভেঙে গেছে মোর সব সুখ স্বপ্ন
তোমাদেরই অত্যাচারে, নিষ্ঠুরতায়।

আজ মুছে গেছে মোর চাঞ্চল্যকর অতীত স্মৃতি।
কেন এমন হলো? কেন? আজ ভেঙ্গে গেছে মোর বুকের পাঁজর
আজ আমি উম্মাদ।

আর নয়
এবার জলে উঠবই
প্রতিশোধ তুলবই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন