সুন্দর লেখা

সুমন বিপ্লব

সুন্দর শুদ্ধ শব্দ লিখলে
নম্বর বেশি পাব,
অসুন্দর ও ভুল থাকিলে
আমি হেরে যাব।

হাতের লেখা সুন্দর করতে
লিখতে আমি থাকি,
সুন্দর লেখা, সুন্দর ছবি
আমার কাছে রাখি।

পড়ায় ভালো লেখা সুন্দর
সুন্দর আমার মন,
সেরা ছাত্র আমিই এখন
সফলদের একজন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন