Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সফলতা আসবে

মো. তাইফুর রহমান

শিক্ষার আলো দাও ছড়িয়ে দেশটা আমরা গড়বো
মনের যতো ময়লা আছে সবই বিদায় করবো।
নেই কোনো ভয়! সাহস নিয়ে পথ যে আমরা চলবো
সবার সাথে হাসিমুখে আমরা কথা বলবো।

ধনী-গরিব নেই ভেদাভেদ মিলেমিশে থাকবো
হিংসা-বিদ্বেষ মনের মাঝে কেনো পুষে রাখবো?
চরিত্রটা ভালো হলে শান্তির ফুল তো ফুটবে
ইনশাআল্লাহ এই জীবনটা রঙিন হয়ে উঠবে।

শান্তির দেখা পাবে ঠিকই সৎ পথে যে হাঁটবে
সকল বাধা ধ্বংস হবে জীবন ভালো কাটবে।
সত্য-ন্যায়ের পথিক হলে সফলতা আসবে
সকল বিপদ ঘুঁচে গিয়ে মনটা সুখে ভাসবে।

করবো শপথ এই সমাজে আমরা আলো আনবো
দু’দিনের এই দুনিয়াতে প্রভুর হুকুম মানবো।
মন্দ লোকের সঙ্গী হলে দুঃখে তুমি কাঁদবে
সৎ থাকো ভাই! দেখবে মনে সুখ যে বাসা বাঁধবে।

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন