রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

থাকবেনা আর কষ্ট ভয়

মো. তাইফুর রহমান

সৎ পথে ভাই থাকো তুমি থাকবেনা আর কষ্ট ভয়
সরল পথে চললে কভু জীবন নাহি নষ্ট হয়।
সহজ পথটা দেখেনাতো যারা খুবই মন্দ লোক
এই কামনা অন্যায় যতো একেবারে বন্ধ হোক।

ভুল পথে তাই থাকে যারা সঙ্গী তাদের পরাজয়
অশান্তিকে সাথে নিয়ে জীবনটা যে গড়া হয়।
সফলতা খুঁজে পেলে শান্তিতে এ ভরবে বুক
মিথ্যাবাদী সঙ্গী হলে কেমনে তুমি করবে সুখ?

অসৎ যারা খুব ভয়ানক প্রমাণ তাদের কাজে পাই
মাথায় তাদের দুঃখের বোঝা শান্তি মনের মাঝে নাই।
সহজ পথে চলবো মোরা মনের ময়লা করবো শেষ
এইতো সময় মিলেমিশে আমাদের এই গড়বো দেশ।

সৎ পথে তাই থাকতে হবে ফুটবে সুখের কতো ফুল
জীবন থেকে বিদায় হবে আছে তোমার যতো ভুল ।
আমাদেরতো করতে হবে দেশের জন্য ভালো কাজ
চেয়ে দেখো নিভে যাচ্ছে এই সমাজের আলো আজ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন