আমার বড় জানতে ইচ্ছে করে

নিজাম উদ্দিন আহমেদ

আমার বড় জানতে ইচ্ছে করে
দয়াময় প্রার্থনা আমার কবুল করেছেন কি না?
অবনির সব তরু-লতাকে মিনতি করেছিলাম
তাদের যৌবন সবুজ রঙে যেন রাঙিয়ে দেয় তোমাকে
তাই তো এত বছর পরেও তুমি চির হরিৎ।

সব দোয়েলকে বলেছিলাম
তাদের বিনম্র চঞ্চলতায় যেন তোমাকে ভরিয়ে দেয়
তোমার চলনে বলনে সেই বিনম্র চপতলা পরিদৃষ্ট হয় আজও।

পৃথিবীর সব গোলাপকে বলেছিলাম
তাদের সৌরভ সৌন্দর্য আর পেলবতা দিয়ে তোমাকে স্নান করাতে
তাইতো আজো তুমি গোলাপ।

ফাগুন-পূর্ণিমা-চাঁদকে বলেছিলাম
তার সব জোসনা তোমার শরীরে মাখিয়ে দিতে
তাইতো তুমি এতো স্নিগ্ধ ঝিকমিক।

তাই আমি চেয়ে চেয়ে দেখি
ত্রিনয়ন ভরে ভরে দেখি শুধু তোমাকে।

আমার বড় জানতে ইচ্ছে করে
দয়াময় প্রার্থনা আমার কবুল করেছেন কি না?

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন