আগের মতো করছিনা কেউ
পরের উপকার
হানাহানি, ঝগড়া-বিবাদ
দেখবো কতো আর?
বিশ্বাস ভক্তি উঠে গেছে
শান্তির অভাব আজ
চারদিকে মিথ্যা চলে
করছি খারাপ কাজ।
কারো ভালো দেখলে হিংসায়
জ্বলে-পুড়ে যাই
স্বভাবটা যে খুবই খারাপ
পরের ক্ষতি চাই।
নেই আমাদের মনে কোনো
পরকালের ভয়
কর্ম দোষে করছি বরণ
কঠিন পরাজয়।
অন্যের দোষটা খুঁজে বেড়াই
কলুষিত মন
রাখছিনা খোঁজ কোথায় আছে
প্রিয় আপনজন?
কবি : মো. তাইফুর রহমান, গ্রাম: কাছিকাটা, ডাক: ঢেপুয়ারপাড়
উপজেলা:মোরেলগঞ্জ, জেলা:বাগেরহাট।

