দেশের আলো

মো. তাইফুর রহমান

উন্নয়নের চলছে জোয়ার
চারদিকে সাজ
শ্রমিক ভাইদের জন্য দেশটা
যায় এগিয়ে আজ।

নেইতো মনে হিংসা-বিদ্বেষ
ডাকলে কাছে পাই
ঘাম শুকানোর আগে তাদের
পাওনাটা দাও ভাই।

রাত কিবা দিন কাজ থামেনা
নেইতো মনে ভয়
শ্রমিকরাতো দেশের আলো
অবহেলা নয়।

এতো কষ্ট করে তবু
হাসি ভরা মুখ
সবার ভালো দেখলে তাদের
মনে জাগে সুখ।

লিখেতো আর শেষ হবেনা
তাদের অবদান
তারা হলো দেশ দরদী
এই দেশেরই প্রাণ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন