Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝড়ো কাক

মোঃ ফিরোজ হোসেন

শিশিরের ঘাসফুল লুকোলো সুমুখে
ব্যথাগুলো জড়সড় জমে যায় বুকে
জলে ডুবে শ্বাসরুদ্ধ কলিজায় খুন
সলিলে সমাধি পরে হৃদয়ে আগুন
শরতের সাদা মেঘ আঁধারের কালো
অসহ যাতনে জ্বলে নিভে গেল আলো
দলিত মথিত ডানা ভেঙ্গে খানখান
নিসাড় অসাড় পাখি মরুময় প্রাণ৷

নিয়তির সরোবরে কেড়ে নিল স্বর
অচেতনে আলুথালু বেদনার ঘর
করাতে পাদপ চেরা ছেঁড়া শতদল
বেদনে পাথর শোক চোখে নেই জল৷

ঝড়ো কাক বসে রয় হিজলের ডালে
ভাসমান তরণীর হাওয়া নেই পালে৷

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন