Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অনুতপ্ত আমি

মো. তাইফুর রহমান

তোমার দয়া পেলে মাবুদ
থাকবো আমি সুখে
সকল কষ্ট বিদায় হয়ে
ফুটবে হাসি মুখে।

ওগো হাকিম পূরণ করো
আমার মনের আশা
সদা আমি চাই যে মালিক
তোমার ভালোবাসা।

তোমার রহম পেলে আমার
জীবন ধন্য হবে
ঈমান নিয়ে বাঁচি যেনো
দুদিনের এ ভবে।

মনের ব্যথা দূর করে দাও
আমার অন্তর্যামী
অনেক বেশি পাপ করেছি
অনুতপ্ত আমি।

দূর করে দাও অশান্তি আর
বিপদ আছে যতো
আমরা যেনো চলতে পারি
তোমার হুকুম মতো।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন