বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

শিশিরের উৎপাত

মোঃ ফিরোজ হোসেন

শীতের কণারা জমে সবুজের গালিচায়
হিমেল পরশ ফেলে অলক্তক রাঙা পায়
ফিনফিন ঝিরঝির চোখঠাসা কুয়াশায়
পূবের আলোকধারা বারেবার বাঁধা পায়।

অপ্সরীর আবছায়া এই দেখি এই নাই
সাদা শাড়ি লালপাড়ে, কার সাথে হেঁটে যাই?
শেফালিকা বনতলে হাতে তার সাদা ফুল
টলোমলো শিশিরের আধো আধো ভিজে চুল।

ফোঁটা ফোঁটা ঝরে পড়ে শবনম বিন্দুকণা
নোয়ানো লাজুক হাসি এই বুঝি এই চেনা
অপলক বনবীথি কুয়াশায় ঢাকা মুখ
চপলা আঁচল দোলে হিমহিম কাঁপে বুক।

কুয়াশা নিহারে বাঁধা আধো আলো দেখি তাই
সহসা আড়াল হয় এই দেখি এই নাই।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন