Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

“অস্বস্তি”

সুশান্ত সরকার

বেশ অস্বস্তি বোধ করি মাঝে মাঝে
কস্ট বা নিরাশার কথা লিখলে অনেকেরই ফোন আসে!
কেন, কি হয়েছে?
মন খারাপের উপাখ্যানের চরিত্রে
খুঁজে ফিরে প্রিয়জন
হয়তোবা ভালোবাসা থেকেই,
যদি লিখি দ্বিচারিতা নিয়ে তবে প্রশ্ন আসে, কে সে?
যেন জবাবদিহিতা আমার পিছু নিয়েছে।

আর প্রেম ,সেতো সংসারে অশান্তির ডাক
কতজনের অস্বস্তিকর ফোন এবং তির্যক মন্তব্যে মনে হয় যেন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছি,
প্রতারিত হবার দৃশ্যায়ন যেন অবিরত ঘটছে আমার সাথেই
অথচ তারা জানেইনা যে
কবিরা সমাজের আয়না,
সবসময় কবি নিজেকে নিয়ে ভাবেনা, নিজের কথা লিখেনা
কবিরা সমাজের অসংগতি নিয়ে ভাবে, সমাজ সংস্কারের কথা ভাবে।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন