Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সুগন্ধি সবুজে-ঊষার উন্মেষ

আবদুস সালাম খান পাঠান

বাগানে ফুটিছে রজনীগন্ধা গোলাপের পাঁপড়ি, জবা, আমের মুকুল।
বাতাসে সুগন্ধিভরা; কতো চামেলী, চম্পা বেলী, হাস্নাহেনা, গন্ধরাজ, বকুল!
বনতলে ফুটিছে লালে লাল; কৃষ্ণচূড়া! গানের পাখিরা, আগত প্রবাসী পাখিরা
ঝাঁকে ঝাঁকে উড়িছে আকাশে, বৈকালি দিগন্তে কতো বাসনা ব্যাকুল।
ফুটিছে ফুল, লাল শিমুল, রক্তিম ছন্দে বিলের-জলে পদ্মফুল, মন আনন্দে আকুল,
নদীচর, বালুচরে কাঁশবনে ফুটিছে সাদা ফুল, বাগানে পলাশ, রাঙ্গা সুরভি অতুল।
বাড়ীর আঙ্গিনায় দুলিছে কতো পেঁপে, আতা, ডালিম, নাশপাতি হেমন্তে শীতে বাউকুল,
মাঠের রঙিন ফসলে দুলিছে মন, সোনালি আঁশ পাট, ধানে মেলিছে
কচিডগা। পাতাকুঁড়ি হৃদয়ের রসনা ভরি।

সবুজ মাঠে ধূ ধূ বালুকায় –
ফলিছে তরমুজ, বাঙ্গি, শশা, ক্ষিরা, ধনধান্যে সুজলা সুফলা, এ দেশের নাই জুড়ি
তালগাছে পাকিছে তাল, পাকিছে কাঁঠাল, বাগানে নারিকেল সুপারি।
জানালার পাশে দুলিছে পাতাবাহার, সূর্যমুখী, লিচুর থোকা মেলি
বাগানে বাগানে বৃক্ষের ডালে দুলিছে কমলা আপেল, লেবু, আমলি
ভালোবাসা সৌরভে বাংলাদেশের মাটির মমতায় কতো সুন্দর ফল
ও ফুল, শস্যদানা, পুস্পকলি।
হৃদয়ের ঊষায় যত সুখ, প্রকৃতির সবুজে জুড়ায়-শিশির ভেজা নয়নালোক
বসন্ত হিল্লোলে-নতুন উন্মেষ, ঝরা পাতায় নতুনের কেতন, এতো ভালোবাসা সুখ।

লেখক: Abdus Salam Khan Pathan
(Ex-Director, Islamic Foundation Bangladesh)

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন