Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

“স্বরূপ”

সুশান্ত সরকার

হে কবি,
তুমি তোমার স্বরূপ চেনালে

কি হাসি মাখা মুখ
অবজ্ঞার ছিটে ফোঁটা নেই
বন্ধুত্বের ডিকশনারি পরিণত
বচনে চলনে ভ্রাতৃত্ববোধের প্রচারক
আর সেই কি না তুমি?
ছুরি মারলে এত সুনিপুণ করে!

এ আঘাত দেহাবরণে নয়,
আঘাত হেনেছে হৃদয়ের মনিকোঠায়,
সকল আঘাত সয়ে যাই শুধু তোমাকে ভুলে যেতে পারি না বলে;
অথচ ,সবসময় প্রার্থনায় তুমি
তোমার সাফল্য যেন সুদূর প্রসারী হয়
এমনকি তোমার সুকৃতি যেন সাগরের মত গভীর হয়

হে কবি,
শেষ পর্যন্ত তুমি কিনা তোমার স্বরূপ এভাবে দেখালে
‘বিশ্বাস’ নামক শব্দটি আর কত প্রতারিত হবে বল
আর কত ধৈর্য্য দেখিয়ে
পরীক্ষার মুখোমুখি হতে হবে?
এটা নিশ্চিত যে,
হৃদয় মন্দির একবার ভেঙ্গে গেলে তা আর কখনো জোড়া লাগে না,
তবুও তোমার জন্য প্রার্থনা বিশ্বাসী হও স্রষ্টা ও সৃষ্টির প্রতি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন