স্মৃতির পাতায় না বলা কথা

আবদুস সালাম খান পাঠান

বহুবার হেঁটেছি আমি সুদূর দিগন্ত বিস্তৃত – মেহেরপুর আম্রকানন,
ভোমরা স্থল বন্দরের সীমান্ত পথ। – বৈকালি হাওয়ায় হেঁটেছি
তরঙ্গিত কুয়াকাটার দুর্গম পথ।

সবুজাভ গাছপালা শোভিত, গারো পাহাড়ের তৃণভূমি, কংশ নদের –
পথ। বিরিশিরি রাজপথ। জারিয়া ঝাঞ্জাইল জংশন।
গিয়েছি খুঁজিতে শ্বাসমূল সুন্দরবন, অরণ্য শোভায় কর্দমাক্ত
করমজলের হরিনের চারণভূমি বৃক্ষছায়ায় রূপালী পথ। মংলা
বন্দরের জাহাজ ভিড়ার পথ। ভৈরব নদী তীর, রূপসার পথ।
গিয়েছি লাহিনীপাড়া বিষাদ সিন্দুর লেখকের স্মৃতিভরা
বটবৃক্ষ ছায়ার দালান কোঠায় যাদু পথ।

ঘুরেছি কতো শিলাইদহ – সোনার তরীর আলেখ্য ভরা বিশ্বকবির –
স্মৃতিময় কুঠিবাড়ি,- পদ্মানদীর অথৈ পথ। মধু কবির –
সাগরদাঁড়ির বৃক্ষছায়ার গতিপথ। খরস্রোতা কপোতাক্ষ নদ।
হেঁটেছি কতো কহর দরিয়া, তুরাগ পাড়, সোনাভানের –
কীর্তিমাখা কাহিনী কাব্যের পুঁথি কাব্যের, বিলাসঘর।

মহুয়া মলুয়ার প্রেমগাঁথা, ব্রহ্মপুত্র নদের তীর মৈমনসিংহ
গীতিকার সৌন্দর্যভরা মহুয়া বন। বালুচরে সাদা
সাদা ফুলে ফুলে ভরা কাঁশবন। দৃষ্টি নন্দন,
শিল্পাচার্য জয়নুলের জাদুঘর।

অনেক স্মৃতি লুকিয়ে রয়, প্রকৃতির রাজ্য বান্দরবান,
রাঙ্গামাটি, রামগড় গজারী বন। অপূর্ব সৌন্দর্যভরা
আম আতা, লিচু কাঁঠালের বাগান, আমার
প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি কতো সুন্দর
হাওড়, বিল, প্রান্তর, কতো শোভা মনোহর
অপরূপে বাংলাভাষা অভিনব ছন্দে ছন্দে শব্দে রূপান্তর।
প্রাণের আবেগভরা কবিতার ভাষা হৃদয় জাগরুক অনন্তর।
মায়ের আঁচলে গাঁথা ভালোবাসা লোকান্তর।
মায়াভরা সোনালি শহর বন্দর ।

লেখক: Ex-Director, Islamic Foundation Bangladesh

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন