একুশ আমার অহংকার

শহিদুল্লাহ্ আল আজাদ

একুশ আমার অহংকার,

একুশ স্বাধীনতা।
একুশ আমার অহংকার,
একুশ জাতীয় পতাকা।
একুশ আমার বঙ্গবন্ধুর
কন্ঠে গাথা মালা।
একুশ আমার বাংলাদেশ,
একুশ রূপের নেই কো শেষ,
একুশ স্বাধীনতা।
একুশ আমার লাল সবুজের
একটি খোলা মাঠ,
একুশ আমার সূর্য নতুন,
সাত সাগর আর তের নদীর ঘাট।
একুশ আমার সালাম, রফিক,
শফিক জব্বার ও বরকত,
একুশ চির অমর হোক।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন