Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পুরষ্কৃত হলেন সাহিত্যিক ভগীরথ মিশ্র

কলকাতা প্রতিনিধি

সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি র পক্ষে ৪ নভেম্বর এক বর্নাঢ্য সাহিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট সাহিত্যিক ভগীরথ মিশ্র এর হাতে সাহিত্য সম্মাননা তুলে দেওয় হয়।

পুরষ্কার তুলে দেন আর এক সিরাজ আকাদেমি পুরষ্কৃত সাহিত্যিক অভিজিৎ সেন। রোটারি সদনের এদিনের অনুষ্ঠানে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ।

২০১২ সালে সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের মৃত্যু হয়।তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় তাঁর জন্মভূমি খোশবাসপুরের মাটিতে তাঁকে পূর্ণ মর্যাদায় সমাধিস্ত করা হয়।

তাঁর মৃত্যুর পর ৪ নভেম্বর সাহিত্যিক মুস্তাফা সিরাজের জন্মদিনে প্রতিবছর একজন বিশিষ্ট সাহিত্যিককে মুস্তফা সিরাজ আকাদেমি পুরষ্কৃত করে আসছে।

এবছর সাহিত্যিক ভগীরথ মিশ্রকে পুরষ্কৃত করা হয়। চৈতালি দাসের রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পরিচালনা করেন সৈয়দ হাসমত জালাল। মুস্তফা সিরাজ এর গোয়েন্দা সাহিত্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোচক সুমিতা চক্রবর্তী।

পুরষ্কার প্রাপক সাহিত্যিক ভগীরথ মিশ্র এর কথাসাহিত্য নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান রামকুমার মুখোপাধ্যায়।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন