Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মিনতি

মোঃ জিল্লুর রহমান শেখ

হৃদয়ের ব্যথা হৃদয়ের মাঝে
প্রদীপের মতো জ্বলে,
নিভৃতে সদা দীপ্তি ছড়ায়,
মনের অতল তলে।

কাঞ্চন হয় ধীরে ধীরে খাঁটি
বহ্নিতে পুড়ে পুড়ে,
কী দারুণ শোভা বিলায় নয়নে
রহিয়া অঙ্গ জুড়ে।

বসন ভূষণ রহিয়া গাত্রে
দেয় সে কতই শোভা,
এমনি করিয়া অঙ্গের সাজ
হয় কত মনোলোভা।

মানবের রূপ লুকানো হিয়াতে
হিয়ার দেখা না পাই,
স্বভাবের রূপ আপনিই ফোটে
ঢাকার উপায় নাই।

ফুল সে যতই পাতার আড়ালে
থাকুক না মুখ বুজে,
সুরভির টানে অলিকুল তারে
পায় সহজেই খুঁজে।

বায়স যতই করে ডাকাডাকি
মোহিত হয় কি কান?
কর্ণ সতত আপ্লুত করে
কোকিলের কুহুতান।

বাহিরের সাজ এই আছে- নাই
হোক তা যতই দামি,
অসার লইয়া পড়ে থাকা জেনো
অতিশয় পাগলামি।

সাজাও তোমার ভিতরের রূপ
বাহিরের রূপ নয়,
হৃদয়ের শোভা পারে যে কেবল
মনকে করিতে জয়।

হৃদয়টা হোক প্রেমের দিশারি
বেদনার চরাচরে,
তোমার আসন গড়িয়া উঠুক
সকল ব্যথিত ঘরে।

এজগতে যত বড় অর্জন
তার পিছে থাকে ব্যথা,
তোমার ব্যথাতে ভুবনমোহিনী
পুষ্প ফুটুক হেথা।

 

           (লেখক : সহকারি শিক্ষক,গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রূপসা,খুলনা)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন