Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কালের খেয়া

মোঃ জিল্লুর রহমান শেখ

একূল ভ্রমণ শেষ হলো প্রায়
ওকূল কোন সুদূর,
ওপার আমায় ডাকছে সদা
শুনছি তারই সুর,
কালের খেয়া আমায় নিতে
ভিন্ন কূলে পৌঁছে দিতে
আদান প্রদান শেষ করিতে
আসছে মায়ার পুর,
সেথায় যাবো একলা আমি
বাঁধন করে চুর।

হঠাৎ যদি আমার খেয়া
এ কূল ছেড়ে যায়,
অনন্ত ওই তীরের পানে
অসীম পথে ধায়,
একলা আমি বাইবো তরি,
আপন হাতে হালটা ধরি,
কেউ দেবে না একটু ভরি,
রসদ যে সেথায়;
আমার তরি চলবে ধেয়ে
দূরের কিনারায়।

তোমরা কেহ আমায় ভেবে
করবে না দিন পার,
ছিন্ন হবে তোমার আমার
সকল অধিকার।

তবু আমি এইটুকু চাই –
আশিস যেন সর্বদা পাই,
তোমার কাছে নাই কিছু নাই
চাওয়ার তো আমার,
তোমার আমার সব পরিচয়
হয় যদি সংহার।

(লেখক : সহকারি শিক্ষক,গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, রূপসা,খুলনা)




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন