আমরা যে ধন্য

মোঃ তাইফুর রহমান

শহীদ হলো এই দেশের
অগণিত লোক
কেমনে যে ভুলে যাব
সেদিনের শোক?

শত্রুরা হার মানে
তাই অবশেষে
নয় মাস যুদ্ধ যে
চলে এই দেশে।

পশ্চিমা ওরা খুব
হত্যায় মাতে
মেরে ফেলে বাঙালি
দিন কিবা রাতে‌।

রুখে দিল অন্যায়
বীরের এ জাতি
স্বাধীনতা আজ তাই
হয়ে গেলো সাথী।

ক্ষতি হয় দেশটার
পাকদের জন্য
তবু পেয়ে স্বাধীনতা
আমরা যে ধন্য।

শিক্ষক, মোরেলগঞ্জ,বাগেরহাট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন