দেনমোহর

মোঃ মামুন হোসেন

নাই আমার গাড়ি-বাড়ি
নাই আমার ঘর,
তোমার হাতে, হাতটা রেখে
বাধতে চাই, সুখের ঘর।।

আমার জীবনে তুমি প্রথম
তোমার জীবনে আমি তাই,
বল একবার ওগো প্রিয়!
আর কি চাই?

দেওয়ার মত কিছুই নেই
আছে শুধু মন,
সুখ-দুঃখ,ঝড় তুফানে
সঙ্গী সারাক্ষণ।।

তবুও আছে দেওয়ার রিতি
কিছু দিতে হয়,
ভালবেসে ধরলাম হাত
নাহি যেতে দিতে হয়।।

আর কিছুই নাহি দেই
ফেলতে চোখের জল,
আমার দেয়া কুরআনটা
তোমার শ্রেষ্ঠ “উপহার ‘..!




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন