Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অনির্ধারিত রাত্রি-দিবসে নারী

ম.ম.রবি ডাকুয়া

লক্ষ বছরের জীবনে যৌবনে,

ভালবাসার আদরে-সোহাগে

প্রেমের পরশে পরাগে স্নেহের মৌবনে।

ভালবেসে চলে কর্ম যজ্ঞ নিবাসে,

অনির্ধারিত প্রতিটি রাত্রি-দিবসে।

এ এক হৃদয়ের টান আত্নিক টানাপোড়েন,

শ্রদ্ধা-ভালবাসায় টেনে নিয়ে রোমশ বুকের কাশবনে,

ক্রমশ উর্বর ভালবাসার চাষ মনে।

কোন দিবস বা রাত্রীর নির্ধারিত সময়ের ছকে বেঁধে,

হয়কি ভালবাসা? শরীরে রূপের সোপানে,

হৃদযের প্রেমে গোপনে, মোহময়ী হে মহিয়সী,

ভালবাসার প্রেয়সী।

এভাবে শতাব্দী হতে আজ অবধি,

তুমি ভালবাসা কুড়িয়েছ নারী,

কখনো কন্যা শিশু,কখনো যুবতী প্রেমিকা,

কখনো মধ্যবয়সী মা, কখনো বার্ধক্যে শেষ সম্বলে

করুন ছায়া, তবু জীবনে চলায় চঞ্চল,বাঁকা,

সংসার ভুমিতে করুন হয়ে ওঠা আঁকা।

কখনো জায়া-জননী,কন্যা,

সংসারে মায়া,হাসি,ভরসা কখনো করুন কান্না।

সপথের যে পথ ধরে,

তুমি চলে যাও যন্ত্রণা-ব্যথা উপেক্ষা করে।

তবু তুমি ভালবাসায় মেশা সুকঠিন,

প্রেমের তৃষ্ণা মেটাও হয়ে বুকের নেশা নিকোটিন।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন