Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টাকা

মোঃ তাইফুর রহমান

ছুটছে সবে টাকার পিছু
ন্যায় নীতি সব বাদ
চললে এমন পাবনা আর
সফলতার স্বাদ।

মানুষও আজ হত্যা যে হয়
এই যে টাকার লোভ
হানাহানি ঝগড়া বিবাদ
বাড়ছে মনের ক্ষোভ।

লাগবে টাকা টাকার নেশা
দেখতে চোখে পাই
আপন মানুষ পর করে আজ
এই টাকাতে ভাই।

টাকার জোরে কেউবা দেখি
করছে খারাপ কাজ
কেউবা আবার আইন মানেনা
দেখছি চোখে আজ।

মানবতা আজকে কোথায়
জাগছে মনে ভয়
টাকার পিছে ছুটছে মানুষ
কথা মিছে নয়।

লেখক: শিক্ষক, মোরেলগঞ্জ, বাগেরহাট।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন