বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

ভাষা শহীদ আবুল বরকত

মোহাম্মদ সাদউদ্দিন

ঢাকার আজিমপুর কবরস্হানে
কবর জিয়ারত করতে করতে
চোখের জল সেদিন বাগ মানেনি
তোমার কবরের শিয়রে থাকতে থাকতে
ইতিহাস আমাকে অনেক কিছু
স্মরণ করিয়ে দেয়
ইতিহাসের পাতা উল্টালে
দেখতে পাই
বরকত, তুমি আমার দেশের ধন
তুমি আমার রক্তের ধন
তুমি আমার বুকের ধন
গুলহাটিয়া- বাবলা
আর ঢাকা মিলেমিশে একাকার।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন